এই মুহূর্তে সব জরিপে আওয়ামী লীগ এগিয়ে আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশি-বিদেশি সব সমীক্ষা ও জরিপে শেখ হাসিনা জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন।

শুক্রবার (১৬ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ওই জরিপে কেবল আওয়ামী লীগের অবস্থানই দেখা হয়নি, যারা প্রতিদ্বন্দ্বী পক্ষ আছে, তাদের অবস্থানও দেখা হয়েছে। এতে আওয়ামী লীগ তার প্রতিপক্ষ থেকে এগিয়ে রয়েছে।

তিনি বলেন, যেসব আসনে পিছিয়ে ছিল আওয়ামী লীগ, সেসব আসনে বর্তমানে ভালো অবস্থানে দলটি। আশা করি বিজয়ের মাসে আওয়ামী লীগেরই বিজয় হবে।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনটা যেন ভাল হয়, সেজন্য পুলিশ কোনো হস্তক্ষেপ করছে না। দেশের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে, এ জন্য সরকারি দল হিসেবে আওয়ামী লীগ অনেক কিছু সহ্য করে যাচ্ছে।

উল্লেখ্য, নতুন তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।