দর্পণ ডেস্ক : অবশেষে মেয়েদের হাত ধরেই ইংল্যান্ড ফুটবলে সাফল্য এলো। উইমেন’স ইউরোর ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে ইংলিশ নারীরা। রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকে। পরে অতিরিক্ত সময়ে ক্লোয়ি ম্যাগি কেলি গোল করে আনন্দে ভাসান ইংল্যান্ডকে। প্রতিযোগিতাটিতে তৃতীয়বার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। এমনকি নারী ফুটবলের ইতিহাসে এটাই তাদের প্রথম শিরোপা। অপরদিকে জার্মানি আগের আটবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপার দেখা পায়। তারা আসরটির রেকর্ড শিরোপাধারীও। ম্যাচে এলা ইংল্যান্ডের টুন স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর জার্মানির লিনা মাগুল সমতা টেনে ম্যাচ নেন অতিরিক্ত সময়ে। পরে কেলির গোলে ইতিহাস লিখে ইংল্যান্ড।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.