দর্পন ডেস্ক : বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের সাদপন্থী ও যোবায়েরপন্থীদের মধ্যে শনিবার সকাল থেকে চলা এই সংঘর্ষে সংঘর্ষে ইসমাইল মন্ডল (৬৫) নামের একজন নিহত ও অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

ইসমাইল মন্ডল মুন্সিগঞ্জেের খলিল মন্ডলের ছেলে। নিহতের মাথা ও শরীরে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তিনি ইজতেমা ময়দানেই প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আহতদের অনেককে টঙ্গী শহীদ আহসান উল্যাহ জেনারেল হসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কমর উদ্দিন জানান, এখানে দুই শতাধিক ব্যক্তি আহত অবস্থায় এসেছেন। তাদের মধ্যে মুমূর্ষ অবস্থায় ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যাক্ষদর্শীদের মতে, শনিবার সকাল ৮টার দিকে বিমানবন্দর সংযোগ সড়কে তাবলিগ জামাতের মাওলানা সাদ ও তার প্রতিপক্ষের মাওলানা জুবায়েরের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুপুর থেকে এই সংঘর্ষ আরো তীব্র আকার ধারণ করলে এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এমনটাই দাবি গাজীপুর পুলিশের গোয়েন্দা শাখা–ডিবির পরিদর্শক একেএম কাওসার চৌধুরীরেও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।