ভারতীয় নৌসেনার জন্য ইজরাইল থেকে কেনা হচ্ছে মিসাইল ডিফেন্স সিস্টেম। ৭৭৭ মিলিয়ন ডলারের সেই চুক্তির কথা ঘোষণা করেছে ইজরাইল। সেদেশের নৌবাহিনী এই ডিফেন্স সিস্টেম ব্যবহার করে।
ইতিমধ্যেই ইজরাইলের সঙ্গে সেই নতুন চুক্তিতে সই করেছে ভারত। প্রায় ৫৮০০ কোটি টাকা দিয়ে ইজরাইলের কাছ থেকে এলআরসিএম মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি করেছে ভারত। এই মিসাইল ডিফেন্স সিস্টেমগুলি বসানো হবে দেশের ৭টি যুদ্ধজাহাজে।

ইজরাইল এরোস্পেস ইন্ড্রাস্টিসের সঙ্গে চুক্তি সই করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল। ই এলআরসিএম মিসাইল ডিফেন্স সিস্টেম বারাক ৮ মিসাইল সিস্টেমের অংশ। বেশ কিছুদিন আগে থেকেই ভারতীয় নৌবাহিনীতে, বায়ুসেনা ও সেনাবাহিনীতে ব্যবহৃত হয়। আমেরিকা, রাশিয়ার পর ইজরাইলের কাছ থেকেই সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত।

এর আগে গত বছরও ইজরাইলি সংস্থার কাছ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মিসাইল ডিফেন্স কিনেছে ভারত। এরপর ৬৩০ মার্কিন ডলারের বিনিময়ে বারাক–৮ মিসাইল কেনার চুক্তিও করেছিল ভারত। এই বারাক–৮ মিসাইল ভারত এবং ইজরাইলের যৌথ উদ্যোগেই তৈরি করা হয়েছে।

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ট্রায়াম্ফ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে ভারত। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার কোটি টাকা। ‌‌