দর্পণ ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই বিমানবন্দর মার্কিন দূতাবাসের কাছেই অবস্থিত। কুর্দি নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে স্থানীয় সময় গতকাল শনিবার জানিয়েছে, দুটি ড্রোন হামলা হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। বিমানবন্দরেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কুর্দি আঞ্চলিক সরকারের জঙ্গিবিরোধী দলের পরিচালক আহমেদ হোশিয়ার বলেছেন, দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়া দেখা গেছে। সে সময় মার্কিন দূতাবাসের আশপাশে সাইরেন বেজে ওঠে। হামলায় বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা সদস্যরা আরবিল বিমানবন্দর এলাকা বন্ধ করে দিয়েছেন। গত কয়েক মাস ধরেই ইরাকে মার্কিন বাহিনী বা তাদের অবস্থান লক্ষ্য করে এ ধরনের হামলা যেন স্বাভাবিক হয়ে গেছে। প্রায়ই সেখানে হামলার ঘটনা ঘটছে। ওই বিমানবন্দর জঙ্গিবিরোধী বাহিনীর ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র ইরাকে অবস্থিত ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকেই এসব হামলার জন্য দায়ী করছে। সূত্র : এএফপি, আলজাজিরা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.