সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি:
প্রজনন মৌশুমে ইলিশ রক্ষায় সরকারের সহায়তা বিশেষ ভিজিএফ’র চাল বরগুনার আমতলী চাওড়া ইউনিয়নের জেলেদের মাঝে বিতরন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে ৯৪১ জন জেলেদের মাঝে জনপ্রতি ২০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। এ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সাংবাদিকরা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.