অনলাইন ডেস্ক :

ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ২০টি রকেট ছুড়ল ইরান৷ বুধবার গভীর রাতে ইরানি সেনারা এ হামলা চালায়। তবে এতে এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি৷

এদিকে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ রকেট হামলায় তাদের একটি সেনাক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে৷ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই জবাব দিয়েছে ইসরায়েল৷ তবে কোথায়ও কী হামলা চালালো হয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি৷

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলামআলী খোশরু সম্প্রতি বলেছেন, ইসরায়েল ‘সম্প্রসারণকামী, আগ্রাসী ও বর্ণবাদী’ পদক্ষেপের মাধ্যমে নিজের ‘দুর্বৃত্ত’ চরিত্র বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সব সংঘর্ষ ও সহিংসতার জন্য ইসরায়েল দায়ী বলেও তিনি উল্লেখ করেছেন।
ইসরায়েলি যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যানের ইরান বিরোধী হুমকির জবাব দিতে গিয়ে গোলামআলী খোশরু এ মন্তব্য করেছেন।