দর্পণ ডেস্ক : ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পরিচালক এবং সাবেক জেলা ও সেশন জজ মো. মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১১ আগস্ট ২০১৮ শনিবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রবিবার বরিশালের উজিরপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. মিজানুর রহমান ১৯৫৯ সালের ১৪ জানুয়ারি বরিশাল জেলার উজিরপুর থানার যোগীরকান্দা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করে তিনি ১৯৮৩ সালে বিসিএস (বিচার) ক্যাডারে মুন্সেফ পদে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন জেলায় বিচারিক দায়িত্ব পালন করেন। মো. মিজানুর রহমানের মৃত্যুতে ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে তাঁর মাগফিরাত কামনা করে ব্যাংকের প্রধান ও আঞ্চলিক কার্যালয় ,শাখাসমূহ এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সকল প্রকল্প/প্রতিষ্ঠানের উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।