দর্পণ ডেস্ক :
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধনা দত্ত নামের একটি একাডেমি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দুই দেশের সম্পর্ক একটি শক্ত ভিতের ওপর স্থান করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ককে এক উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, আউটশাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক ঢালী, প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ, স্কুল কমিটির সভাপতি ফজলুল হক স্বপন প্রমুখ।
সাধনা দত্ত একাডেমি ভবন নির্মাণে ৭০ লাখ টাকা দিয়েছে ভারতীয় সরকার। ঝুমা দত্তের পৈত্রিক বাড়ি ছিল শিলিমপুর গ্রামের দত্ত বাড়িতে। সাধনা দত্ত ঝুমা দত্তের মা। ঝুমা দত্ত ভারতীয় নাগরিক। অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন।