অনলাইন ডেস্ক : সান্দ্রা নন্দিনী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনের বৈঠককে অত্যন্ত সফল হিসেবে বিবেচনা করে এর উচ্ছ্বসিত প্রশংসায় ভেসে গেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। মঙ্গলবার সিঙ্গাপুরে ঐতিহাসিক ট্রাম্প-কিম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, এই প্রথম উত্তর কোরীয় গণমাধ্যমে ট্রাম্প-কিমের ছবি একসাথে প্রকাশ পেতে দেখা গেলো।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-কেসিএনএ তাদের বুধবারের সংখ্যায় ট্রাম্প-কিম বৈঠককে পিয়ংইয়ংয়ের জন্য একটি অনেক বড় বিজয় হিসেবে উল্লেখ করে। পত্রিকাটি তাদের প্রথম পৃষ্ঠায় বৈঠকটিকে ‘শতাব্দীর সেরা বৈঠক’ হিসেবে শিরোনাম করে বলেছে, ট্রাম্পের ঘোষণায় উত্তর কোরিয়ার জন্য বিশেষ ছাড়ের উল্লেখ ছিলো।

প্রসঙ্গত, মঙ্গলবার সিঙ্গাপুরে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার কাছ থেকে পরমাণু নিরস্ত্রীকরণে যথেষ্ট আস্থা অর্জন করতে পারলে কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া বন্ধের বিষয়ে বিবেচনা করে দেখবেন তিনি। এছাড়া, উত্তর কোরিয়াকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে আলোকপাতসহ দেশটির সাথে সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে এর ওপর থেকে পর্যায়ক্রমে অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দেন ট্রাম্প।

কেসিএনএ জানায়, কিম জং-উন ও ট্রাম্পের দৃঢ় বিশ্বাস ছিল যে, কোরিয়ান উপদ্বীপের শান্তি, স্থিতিশীলতা স্থাপন এবং দ্বন্দ্ব অবসানে ধাপে ধাপে যুগোপযোগী নীতি অবলম্বন গুরুত্বপূর্ণ। রয়টার্স