ঘরের মাঠে এল ক্লাসিকোয় বার্সাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭১ মিনিটে ভিনিসিয়াস ও ৯২ মিনিটে মারিয়ানো দিয়াজ গোল করে দলকে জয় এনে দিয়েছেন। তবে বার্সার পরিচালক গুইলারমো আমর মার্টিনেজ মনে করছেন, এই জয় রিয়ালের প্রাপ্য নয়।

তিনি সংবাদ মাধ্যম মোভিস্টারকে বলেন, ‘তারা আমাকে পেছনে ঠেলে দিয়েছে। এই হারে আমাদের বেশ ক্ষতিই হয়েছে। তবে জয় তাদের প্রাপ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল আমাদের রুখে দেওয়া। চাপ তৈরি করা এবং সুযোগ তৈরি করা। ম্যাচে আমরাই কতৃত্ব করেছি। কিন্তু হুট করেই তারা আমাদের গোল দিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা খুবই ভালো খেলেছি। ম্যাচ আমাদের অধীনে ছিল। আমরা গোলের সুযোগ তৈরি করেছি। কিন্তু সেগুলো মিস করেছি। রিয়াল মাদ্রিদের দলের বিপক্ষে যদি আপনি সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারেন তারা সুযোগটা ভালো মতোই নেবে। গোল করার পরে তাদের সাহসও বেড়ে যাবে।’

বার্সার এই পরিচালক মনে করেন, ম্যাচে মেসি ভালো খেলেছেন। বিশেষ করে প্রথমার্ধে। তিনি সুযোগ তৈরি করেছেন। গোলে শট নিয়েছেন। প্রতিপক্ষকে চাপে রেখেছেন। তবে দল হারলে সবকিছু নেতিবাচক মনে হয়। আমরা আসলে অতটা খারাপ খেলিনি।’