দর্পণ ডেস্ক : সম্প্রতি হলিউডের অভিনেত্রী ড্যারিল হ্যানা, উইটনি কিউমিনস, লিলি পওলিন রেইনহার্ট নিজেদের হেনস্থার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার সেই তালিকায় উঠে এলো জনপ্রিয় অভিনেত্রী অ্যাশলি জুডের কথা। তিনি জানালেন, মাত্র ১৫ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন!
অভিনেত্রী অ্যাশলি জুড টুইট করে লিখেছেন, প্রথমবার যখন আমাকে হেনস্থা করা হয়, তখন আমার মাত্র সাত বছর বয়স! তখন আমার এক গুরুজনকে কথাটি জানালে তিনি বলেছিলেন, ‘না না, তুমি ভুল ভাবছ। উনি একজন খুব ভালো মানুষ। উনি একেবারেই ভুল কিছু ভেবে করেননি।
তারপর আমার যখন ১৫ বছর বয়স, তখন আমি ফের ধর্ষিতা হই। সে সময় আর কাউকে কিছু জানানি। তখন শুধু ডায়রিতে লিখেছিলাম। আর যখন একজন আমার ডায়েরিটা পরে ফেলে, তখন সে বলেছিল- আমি একজন বয়স্ক মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছি, আমার লজ্জ্বা হওয়া উচিত।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.