দর্পণ ডেস্ক : উহানে করোনা সংক্রমণের ঘটনা প্রকাশ্যে আনায় চীনে এক নারী সাংবাদিককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত এই সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে আগেই মামলা দায়ের করা হয়েছিল।
চীনের মানবাধিকার সংগঠন চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স বলছে, ঝাং ঝান একা নয়, কোভিডের খবর প্রকাশ করায় এর মধ্যেই চীনে একাধিক সাংবাদিক গ্রেফতার হয়েছেন। তাদের পরিবারের সদস্যদের ওপরও সরকারের পক্ষ থেকে হেনস্থার ঘটনা ঘটেছে। এসব নিয়েও খবর প্রকাশ করেছিলেন ঝাং ঝান। সে কারণেই চীনা সরকারের রোষানলে পড়তে হয়েছে তাকে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, হংকং-এর আন্দোলনকারীদের নিয়ে খবর প্রকাশ করায় এর আগে ২০১৮ সালেও একবার ঝাং ঝানকে গ্রেফতার করা হয়েছিল। গার্ডিয়ান জানিয়েছে, করোনার খবর করতে উহানে গিয়ে চলতি বছর বহু সাংবাদিক গ্রেফতারের মুখে পড়েছেন। চলতি বছর হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ায়, সেখানেও একাধিক সাংবাদিক গ্রেফতার হয়েছেন।
ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। দুই শতাধিক দেশে এই প্রাণঘাতী ভাইরাস তাণ্ডব চালিয়েও এখনও ক্ষান্ত হয়নি।