দর্পণ ডেস্ক :
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- বিএনপি না এলেও নির্বাচন থেমে থাকবে না, সংবিধানের আলোকেই দেশে একাদশ সংসদ নির্বাচন হবে।
তিনি বলেন, ‘আপনারা ফাইনাল খেলার দিন খেলবেন না আমরা তো গোল দেবই। ২০১৪ সালে আপনারা মাঠ ছেড়ে গেছেন। এবারো যদি না আসেন তবে ফাঁকা মাঠে গোল দেয়া হবে।’
সোমবার দুপুরে রাজধানীতে ৩৬তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী এই সরকারের আমলেই নির্বাচন হবে। যেটি সারা বিশ্বে হয়, এদেশেও তাই হবে। গণতন্ত্র আছে এমন দেশ মানেই নির্বাচন হবে।