দর্পণ ডেস্ক: সুন্দরী প্রিয়া স্নিগ্ধ লাবণ্যে মাত করেছেন ইন্টারনেট। আবার নতুন করে নেটিজেনদের মন জয় করেছেন প্রিয়া।

আচমকাই দেশের যুব-হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। সৌজন্যে একটা কয়েক সেকেন্ডের ভিডিও। যেখানে আশ্চর্য ভ্রুভঙ্গির সঙ্গে নিপুণ চোখ মেরে প্রিয়া হয়ে উঠেছিলেন ‘ভাইরাল’। সেই প্রিয়াই আবার নতুন করে নেটিজেনদের মন জয় করেছেন। এবার তাঁর হাসিতে মুগ্ধ সবাই।

অষ্টাদশীর উচ্ছ্বল হাসি প্রিয়ার মুখে, স্লো মোশনে দোলনায় দুলতে দেখা যাচ্ছে প্রিয়াকে, এই ভিডিওটিও কয়েক সেকেন্ডের। । তাঁকে ঠেলে দিচ্ছেন এক বন্ধু। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন প্রিয়া। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই সেটি ‘ভাইরাল’। একদিনের মধ্যেই ভিডিওটি লাইক করেছেন প্রায় আড়াই লাখ ভিউয়ার। প্রায় হাজার দুয়েকের কাছাকাছি কমেন্ট। আবারও দেশের তরুণরা প্রিয়ার লাস্যে ঘায়েল। তথ্যসূত্র: এবেলা.ইন
দেখুন সেই ভিডিও

View this post on Instagram

🌼

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on