আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভে আকাশ পথে হামলা জোরদার করছে রাশিয়া। চলতি মাসটিতে অন্তত ১৭ বার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এসব হামলার পরিপ্রেক্ষিতে এবার রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আজকের (মঙ্গলবার) হামলাকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর সবচেয়ে খারাপ বলে অভিহিত করেছে রাশিয়া। আর সর্বশেষ ২৪ ঘণ্টার মধ্যে কিয়েভে তৃতীয়বারের মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আজ মঙ্গলবার (৩০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে সৈন্য পাঠায় রাশিয়া। এরপরেই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। মূলত ইউক্রেনজুড়েই চলছে এই যুদ্ধ। তবে, নিজেদের ভূখণ্ডেও বেশ কয়েকটি হামলা হয়েছে বলে জানিয়েছে মস্কো। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে একটি হামলা চালানো হয়েছিল বলে দাবি ক্রেমলিনের।
আজ ভোরের দিকে মস্কোর অভিজাত এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পুতিনসহ রাশিয়া অন্যান্য ধনী ব্যক্তিরা ওই এলাকায় বাস করেন। হামলায় দুজন আহত ও বেশ কয়েকটি ভবনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মস্কোর মেয়র। তার মতে, ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ থেকে আসা আটটি ড্রোন ভূপাতিত বা লক্ষ্য থেকে বিমুখ করা হয়েছিল। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ‘বাজা’ নামের একটি চ্যানেলে বলা হচ্ছে, ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই চ্যানেলটির সঙ্গে রাশিয়ার সিকিউরিটি সার্ভিস সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।