বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেতা হৃতিক রোশন।  সদ্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। 

দীর্ঘ দিন পর ‘সুপার ৩০’ ছবির সুবাদে আবারও প্রমাণ করে দিয়েছেন তার অভিনয় দক্ষতা। বলিউড ছবি দিয়ে নবপ্রজন্মের হৃদয়ে হিল্লোল তোলার পর এবার হলিউডের ছবিতে ডাক পেলেন হৃতিক রোশন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, অনিল কাপুর থেকে ইরফান খান, বলিউড তারকাদের অনেকেই ইতিমধ্যে হলিউড ইন্ডাস্ট্রিতে নাম লিখিয়েছেন।  এবার এ তালিকায় নাম লেখালেন ‘কৃষ’ খ্যাত তারকা হৃতিক রোশন। 

সুত্রের খবর সম্প্রতি মার্কিন মুলুকের এক খ্যাতনামা প্রযোজনা সংস্থা ‘গার্সের’ সঙ্গে চুক্তিপত্রে সই করে সবুজ সংকেত দিয়েছেন অভিনেতা। ‘গার্স’-এর সঙ্গে গাঁটছড়া বাঁধার ফলে হলিউড থেকে এরকাধিক ছবির প্রস্তাব পেতে পারেন হৃতিক, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ভারতের ম্যানেজার অমৃতা সেন। 

বিগত ২০ বছরের  হৃতিক রোশন তার ক্যারিয়ারে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের।