দর্পণ ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর থেকে অনেক কিছুই চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু কোনো কিছুতেই সাফল্য পায়নি বাংলাদেশ। এশিয়া কাপের আগে সাকিব আল হাসানকে অধিনায়ক করে দারুণ কিছুর প্রত্যাশা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সাকিব শনিবার জানালেন, দুই-একদিনে পরিবর্তন সম্ভব নয়; কেউ এমন ভেবে থাকলে ‘সে বোকার রাজ্যে বসবাস করছে।’
শনিবার বিকালে এক অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে ভালো করা। তার প্রস্তুতি হিসেবে এগুলো (এশিয়া কাপ ও ট্রাইনেশন সিরিজ)। আমি যদি মনে করি যে একদিন-দুই দিনে সবকিছু বদলে দিতে পারবো কিংবা অন্য কেউ এসে বদলে দেবে, তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি।’
সাকিবের মতে, উন্নতি ধীরে ধীরে সম্ভব। আসন্ন এশিয়া কাপের পর বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। এই দুটি টুর্নামেন্ট খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান তিনি, ‘যদি বাস্তবিক চিন্তা করেন, তাহলে তিন মাস পর যখন আমরা বিশ্বকাপ খেলবো, একটা যদি উন্নতি দেখতে পারেন দল থেকে, ওটাই আমাদের আসল উন্নতি।’
কুড়ি ওভারের ফরম্যাটে উন্নতির পথে সাকিব ধীরে চলো নীতিতে এগোতে চান, ‘দেখুন এমন একটা সংস্করণ যেখানে আমরা বোধহয় প্রথম খেলি ২০০৬ সালে৷ এরপর থেকে এখন পর্যন্ত খুব বেশি একটা ভালো ফল নেই, শুধু এশিয়া কাপে ফাইনাল বাদে। সে জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি এই সংস্করণে। তাই আমাদের নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই।’ ২৩ আগস্ট বিকালে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ দল। ওখানে সাত দিন অনুশীলন করে মাঠের লড়াই শুরু করবে। নিজেদের প্রস্তুতি নিয়ে সাকিব বলেছেন, ‘আমাদের আজকে (শনিবার) অনুশীলন শুরু হয়েছে, কাল (রোববার) আর পরশু (সোমবার) দুটো অনুশীলন ম্যাচ আছে। অনুশীলন ম্যাচ বলতে গেম সিনারিও। তারপর আমরা এশিয়া কাপের জন্য ২৩ তারিখে যাচ্ছি, ওখানে আমাদের ৬-৭ দিনের অনুশীলনের সময় থাকবে।