অনলাইন ডেস্ক : কণ্ঠশিল্পী কনা। অডিও, চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক ও টেলিফিল্মের গানে তার কণ্ঠ নিয়মিত শোনা যায়। এই ধারাবাহিকতায় নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন এই গায়িকা।

ইভান মনোয়ারের পরিচালনায় ‘হেলেন অব ট্রয় ২’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির জন্য গানটি তৈরি হয়েছে।

‘ভালোবাসা দাও’ শিরোনামে এই গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটিতে কনার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। এর সুর-সংগীতও করেছেন আকাশ।

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে অভিনয় করছেন রাহা তানহা খান, সাঞ্জু জন, সাইফ চন্দন প্রমুখ।

এ সম্পর্কে কনা বলেন, ‘শর্টফিল্মের নামটি অনেক সুন্দর। গল্পটিও ভালো। গল্পের সঙ্গে মিল রেখেই গানটি তৈরি হয়েছে। আমার বিশ্বাস গানটি সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে।’