বলিউডেও ছড়িয়েছে করোনা আতঙ্ক। এর আগে করোনার জেরে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন তার প্যারিস সফর বাতিল করেন।
এছাড়াও অনেক তারকাই করোনা সংক্রমণ এড়িয়ে চলার জন্য পরামর্শ দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে সতর্ক বার্তা দিয়ে আলোচনায় এলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। খবর ইন্ডিয়া টুডের
ওই ভিডিও বার্তায় অনুপম বলেন, ‘করোনা সংক্রমণ এড়াতে অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন সারাদিনে বারবার হাত ধোয়ার এবং পরিষ্কার রাখার। বর্তমানে সেই সমস্ত নির্দেশাবলী আমি অক্ষরে অক্ষরে পালন করছি। পাশাপাশি এই নির্দেশাবলীর সঙ্গে আমি আরেকটা ব্যাপার সংযোজন করতে চাই, তা হল অভিবাদনের জন্য করমর্দন না করে নমস্কার জানিয়ে অভিবাদন করুন। কারণ, নমস্কার করার সময়ে অন্যের সংস্পর্শে আসার দরকার পড়ে না। আবার এই পদ্ধতিতে সম্মানও জানানো যায়। যার জেরে সংক্রমণ এড়ানো সম্ভব।’
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশ মেনে হোলির অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মাঝে করোনা ভাইরাস নিয়ে সতর্ক বার্তা দিলেন বলিউড অভিনেতা অনুপম খের।