আর্সেনাল

ঝুঁকি এড়াতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের বুধবারের ম্যাচ স্থগিত করা হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলারকে “সেলফ আইসোলেশনে” রাখা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম “দ্য গার্ডিয়ান”-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১০ মার্চ) ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভাঞ্জেলোস ম্যারিনাকিসের করোনাভাইরাস সৃষ্ট রোগ কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ব্যাপারটি জানার পর আর্সেনালের কয়েকজন খেলোয়াড়কে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে “সেলফ আইসোলেশনে” রাখা হয়।

আর্সেনাল ক্লাব কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে গিয়েছিল আর্সেনাল। ম্যাচ শেষে ড্রেসিংরুমে আর্সেনালের খেলোয়াড়দের সাথে দেখা করেন এভাঞ্জেলোস ম্যারিনাকিস। এসময় খেলোয়াড়দের সাথে সরাসরি সংস্পর্শে এসেছিলেন। মঙ্গলবার মারিনাকিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এর প্রেক্ষিতে আর্সেনালে’র বেশ কয়েকজন ফুটবলারকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। তবে, আইসোলেশনে থাকা খেলোয়াড়দের নাম কিংবা তাদের সংখ্যা সম্পর্কে কিছু জানানো হয়নি।

একই কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের বুধবারের ম্যাচ স্থগিত করা হয়েছে।

এফ সি আর্সেনালের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “এখন পর্যন্ত যে ডাক্তাররা যা বলছেন সে অনুযায়ী আর্সেনালের ফুটবলারদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা সরকারি নীতিমালা খুব গুরুত্বের সাথে মেনে চলছি, যেখানে বলা হয়েছে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সাথে কোনো সংস্পর্শে এলে নিজেকে ১৪দিন আলাদা করে রাখতে হবে।”

খেলোয়াড় ছাড়াও চারজন আর্সেনাল স্টাফকে ১৪দিন আইসোলেশনে রাখা হয়েছে। তারা ম্যারিনাকিসের কাছাকাছি বসেছিলেন বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।