শীর্ষ ফুটবল লিগ সিরি আ’সহ সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক খেলা ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে
করোনাভাইরাস-কোভিড ১৯ মোকাবেলায় দেশের শীর্ষ ফুটবল লিগ সিরি আ’সহ সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক খেলা ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে। সোমবার (৯ মার্চ) তিনি এই ঘোষণা দেন বল বলে বার্তা সংস্থা এএফপি’র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কন্তে বলেন, “এরকম পরিস্থিতিতে খেলা কিংবা কোনও ধরনের অনুষ্ঠান চালিয়ে যাওয়ার কোনও কারণ নেই। এমনকি, ফুটবল লীগও।”
এর আগে সোমবার সকালে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৩ এপ্রিল পর্যন্ত দেশে সব ধরনের খেলা কিংবা অনুষ্ঠান বন্ধের সুপারিশ করে ইতালির অলিম্পিক কমিটি।
এর আগ পর্যন্ত দর্শকশূণ্য মাঠে সিরি আ’র ম্যাচগুলো অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু কন্তের এমন ঘোষণার পর এখন বন্ধ হয়ে গেল ইতালির এই ঘরোয়া লিগের খেলা।