করোনাভাইরাস

সোমবার থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ করা হবে রবিবার এক ঘোষণায় জানায় কাতার সরকার

সারাবিশ্বে আশঙ্কাজনকহারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সৃষ্ট রোগ (কোভিড-১৯) প্রতিরোধে বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের কাতার ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। রবিবার (৮ মার্চ) কাতার সরকার এই ঘোষণা দেয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সোমবার (৯ মার্চ) থেকে এই নিষেধাজ্ঞা জারি হবে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য দেশগুলো হলো – চীন, মিসর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইনস, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া ও থাইল্যান্ড।

এর আগে ইতালীগামী সব ফ্লাইট বাতিল করে কাতার এয়ারওয়েজ।

উল্লেখ্য, রবিবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫জনে দাঁড়িয়েছে।