সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা
শরীরে উচ্চ তাপমাত্রা থাকায় সৌদি আরব থেকে ফেরত আসা বাংলাদেশি বয়স্ক দম্পতিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদুল হাসান ঢাকা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “তাদের শরীরে উচ্চ তাপমাত্রা থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”