এর আগে বৃহস্পতিবার করোনার প্রভাব থেকে বাঁচতে বিদেশি পর্যটকদের জন্য সিকিমে ঢোকার অনুমতি বন্ধ করে দেওয়া হয়
চীনে উৎপত্তি হওয়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব সারাবিশ্বে ছড়িয়ে পড়ায় বিদেশি পর্যটকদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে ভুটান সরকার।
শুক্রবার (৬ মার্চ) সকালে দেশটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। আগামী দুই সপ্তাহ এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম এইসময় এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে সেদেশে যাওয়া এক পর্যটকের শরীরে করোনাভাইরাস পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় ভুটান প্রশাসন।
প্রসঙ্গত, প্রতিদিন কলকাতা থেকে অন্তত ১৫০ জন পর্যটক বিমানে ও প্রায় ৩৫০ পর্যটক সড়কপথে ভুটানে যান। এছাড়াও দার্জিলিয়ের ফুংশেলিং সীমান্ত দিয়েও ভুটানে প্রবেশ করেন পর্যটকরা।
তবে শুক্রবার সকালে যখন এই সিদ্ধান্তের কথা জানানো হয়, ততক্ষণে কলকাতা থেকে ৭০ জন পর্যটক নিয়ে পারোর উদ্দেশে রওনা দিয়েছিল ভুটান এয়ারলাইন্সের বিমান। আশঙ্কা ছিল এদের ফিরিয়ে দেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত এমন কিছু হয়নি। পারো বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পর তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
শুক্রবার পর্যন্ত বিশ্বের ৭৯টি দেশে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত এই ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। এর আগে বৃহস্পতিবার করোনার প্রভাব থেকে বাঁচতে বিদেশি পর্যটকদের সিকিমে ঢোকার অনুমতি দেওয়া বন্ধ করা হয়।