দর্পণ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার তিনি ভাইরাসটিতে আক্রান্ত হন বলে আজ সোমবার জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং বিবিসি। প্রতিবেদনগুলোয় বলা হয়, সিরিল রামাফোসা চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত হলেও হালকা উপসর্গ রয়েছে তার। তিনি এখন আইসোলেশনে আছেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট অফিস থেকেও রামাফোসার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এক বিবৃতিতে প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, গতকাল রোববার কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক সম্মানে স্টেট মেমোরিয়াল সার্ভিস আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন রামাফোসা। সেখান থেকে চলে যাওয়ার পর অসুস্থ বোধ করেন তিনি। তার করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রেজাল্ট আসে। এতে আরো বলা হয়, সিরিল রামাফোসা কেপটাউনে আইসোলেশনে রয়েছেন। আগামী সপ্তাহ পর্যন্ত তার সব দায়িত্ব পালন করবেন ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজা। উল্লেখ্য, করোনা প্রতিরোধক দুই ডোজ টিকা নিয়েছেন রামাফোসা। রোববারের অনুষ্ঠানে তিনি মাস্ক পরেই অংশ নিয়েছিলেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.