শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে সাবধান থাকতে হবে করোনাভাইরাস সম্পর্কে। যদি কোনো রোগী পাওয়া যায় সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির অনুরোধ করুন। আক্রান্ত রোগীর নিকটে যাওয়া যাবে না। ডাক্তার যেভাবে চিকিৎসা ও পরামর্শ দেবে, সেভাবে চলতে সবাইকে অনুরোধ করুন।
দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলিনুর বক্স রতন, উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ ফটো।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, ওসি মো. মতিয়ার রহমান মিঞা, আওয়ামী লীগ নেতা মো. ফজলুর রহমান প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী এর আগে এই বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও দরগ্রাম ইসলামিয়া সিনিয়র মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।