মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী

শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে সাবধান থাকতে হবে করোনাভাইরাস সম্পর্কে। যদি কোনো রোগী পাওয়া যায় সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির অনুরোধ করুন। আক্রান্ত রোগীর নিকটে যাওয়া যাবে না। ডাক্তার যেভাবে চিকিৎসা ও পরামর্শ দেবে, সেভাবে চলতে সবাইকে অনুরোধ করুন।

দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলিনুর বক্স রতন, উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ ফটো।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, ওসি মো. মতিয়ার রহমান মিঞা, আওয়ামী লীগ নেতা মো. ফজলুর রহমান প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী এর আগে এই বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও দরগ্রাম ইসলামিয়া সিনিয়র মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।