শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা কর্তৃপক্ষ। অবশ্য এর আগে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস-লিঁও এবং ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ দুটি স্থগিত করা হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে বার্সেলোনা-নাপোলি এবং বায়ার্ন মিউনিখ-চেলসি ম্যাচ দুটি স্থগিত হয়েছে।
এছাড়া উয়েফার এই সিদ্ধান্তের ফলে ইউরোপিয়ান লিগে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ম্যানচেস্টার ইউনাইটেড-এলএএসকে এবং ইন্টার মিলান-গেটাফের খেলাও স্থগিত হয়েছে।
উয়েফার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ ভাইরাস দ্রুত ইউরোপে ছড়িয়ে পড়ছে। সেই কারণে বিভিন্ন সরকারের নেওয়া সিদ্ধান্তের উপর ভিত্তি করে আগামী সপ্তাহের উয়েফার ক্লাব প্রতিযোগিতার সকল ম্যাচ স্থগিত করা হলো।’