দর্পণ ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন তার নিজ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত একটি চেয়ারের ব্যবস্থা করেছেন। তার এই উদ্যোগে স্থানীয় জনগণের পাশাপাশি সমাজের বিশিষ্টজনরা তাকে সাধুবাদ জানিয়েছেন।
শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, অন্যান্য চেয়ারের পাশাপাশি লাল রঙের একটি চেয়ার রয়েছে। আর ওই চেয়ারটিতে সাঁটানো রয়েছে মুক্তিযোদ্ধা সংসদের লোগো।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. জাকির হোসেন চলতি বছরের ৪ অক্টোবর কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে উপজেলা প্রশাসনকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার বিভিন্ন পদক্ষেপের ফলে নানা শ্রেণিপেশার সেবাপ্রার্থীর সরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে। সম্প্রতি তার কক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্যে একটি সংরক্ষিত আসন রেখেছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.সুলতান গিয়াস উদ্দিন বলেন, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন তার কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের জন্যে একটি সংরক্ষিত আসনের ব্যবস্থা রেখে আমাদেরকে সম্মানিত করেছেন। তাই সবল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।
১১ ডিসেম্বর নেত্রকোনা জেলা প্রশাসনের ফেসবুক পেজের একটি পোস্টে জেলা প্রশাসক মঈনউল ইসলাম লিখেন, সহকর্মী জাকির হোসেন তার অফিস কক্ষে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি আসন সংরক্ষণ করেছেন। প্রয়াস সামান্য কিন্তু গুরুত্ব অপরিসীম। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এই শ্রদ্ধা প্রদর্শন মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও চেতনা বিকাশে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। তার এই শুভ উদ্যোগের জন্য আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, প্রত্যেক উপজেলায় এমনিভাবে একটি চেয়ার সংরক্ষিত রাখা হলে মানুষের দেশাত্মবোধ জাগবে, পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান বৃদ্ধি পাবে।