দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় অভ্যন্তরীন কোন্দলের জের ধরে বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে ০৩ জন আহত হয়েছে। শনিবার (১৮ আগষ্ট) সকাল দশটায় উপজেলার আলীপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা এমাদুল হাওলাদার (২৮), জুয়েল মুসুল্লী (২১) ও আল-আমিন (৩৫) কে আহত অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এদিকে এ হামলার রেশ ধরে সরকারী কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক কাজী ইয়াদুল ইসলাম তুষারের নেতৃত্বে ৫/৬ জন হাসপাতালের ওয়ার্ডে গিয়ে এমাদুলের উপর হামলা ও ভাংচুর করে। এসময় হাসপাতালে রোগীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। প্রতক্ষ্যদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, এমাদুল ও জুয়েল মুসুল্লীর মধ্যে ছাত্রদলের কমিট গঠন নিয়ে বাক বিতন্ডায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষে আহত এমাদুলকে হাসপাতালে ভর্তি করা হলে তুষারের নেতৃত্বে নুরু মুসুল্লী, ইলিয়াস মুসুল্লীসহ ৫/৬জন তার উপর হামলা চালায়। হাসপাতালে চিকিৎসাধীন রোগী হোসনেয়ারা বেগম জানান, ৫/৬ জন যুবক এসে অর্তকিতে হামলা চালায় তার (এমাদুলের) উপর। এসময় তাকে বেদম মারধর করা হয়। অপর রোগী রোকসানা বেগম জানান, এসময় আতংকে চিৎকার শুরু করে রোগীরা। ঘটনার পর কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কলাপাড়া থানার ওসি মো: জাহাঙ্গীর হোসেন জানান, হামলার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যাওয়ার পূর্বেই হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাসপাতালে ভর্তিকৃত রোগী সহ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.