দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আজ মঙ্গলবার দুপুর ১২টায় উন্নয়ন সংস্থা আভাস এবং পায়রা (১৩২০ মেগাওয়াট) তাপ বিদ্যুৎ কেন্দ্রের চিকিৎসা উপকরন ও খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত মো: শহীদুল হক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. চিম্ময় হাওলাদারের হাতে এসব উপকরন তুলে দেয়া হয়েছে। স্টার্ট ফান্ড’এর আর্থিক সহায়তায় ফ্রেন্ডশীপ’র কারিগরি সহায়তায় উন্নয়ন সংস্থা আভাস এসব উপকরন সরবারহ করেছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফ্রেন্ডশীপ ক্লিনিক এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের সেবা প্রদানকারীদের মাঝে জরুরী চিকিৎসা উপকরনে রয়েছে পিপিই, গগলস, সার্জিক্যাল হ্যান্ড গ্লেভাস,হ্যান্ডরাব, মাস্ক, টাঙ্ক ডিপ্রেসর, টিস্যু রোল, ডিজিটাল থার্মালস্কানার, লিকুইড সোপ, সেফটি ব্যাগ, বায়ো হ্যাজার্ড ব্যাগ, টর্চলাইট হস্তান্তর করা হয়েছে। এ সময়ে লতাচাপলী,মহিপুর, ধূলাসর ইউনিয়নে ৬০টি পরিবারের প্রত্যেককে ১০টি সাবান, ১ কেজি গুড়া সাবান, ৫টি মাস্ক, টেপ সংযুক্ত বালতিসহ প্লাষ্টিক মগ বিতরন করা হয়েছে।
একই সময়ে দেশের প্রথম ও বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র কলাপাড়া উপজেলা প্রশাসনের ত্রান তহবিলে আসহায় দুস্থ মানুষের ৫’শ প্যাকেট খাবার জমা দেয়া হয়। এসব উপকরনে ছিল ১ কেজি চাল, ২কেজি ডাল, ৩কেজি আলু, ১লিটার তৈল, ১ কেজি লবন। এসময় উপস্থিত ছিলেন পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (ফ্যাসিলিটি) শহীদুল্লাহ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোবাশ্বের খান, জাকি উদ্দিন রনি এবং মো. মাঈনুল।
এসময় উপ-সচিব (জোনাল সেটেলমেন্ট অফিসার, বরিশাল) মো.আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, সিপিপি কর্মকর্তা আছাদউজ্জামান, ফ্রেন্ডশীপ’র আঞ্চলিক সমন্বয়কারী সাইদুর রহমান, আভাস’র প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ফ্রেন্ডশীপ’র ক্লিনিক ইনচার্জগিয়াস উদ্দিন।