দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ায় প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমুলক দুর্যোগ ঝুঁকিহ্রাসকরণ প্রকল্পের অবহিতকরন সভা মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ দরবার হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডিডি কলাপাড়ার প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর অমল কুমার প্রামাণিক। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র এসএম রাকিবুল আহসান। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও প্রতিবন্ধী গ্রুপের লিডাররা অংশ গ্রহণ করেন। উল্লেখ্য কলাপাড়ার চাকামইয়া, লতাচাপলী, ডালবুগঞ্জ ও কলাপাড়া পৌরসভা এলাকার প্রতিবন্ধীদের নিয়ে প্রকল্পটি কাজ করছে। বিএমজেড/সিবিএম বাংলাদেশের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.