দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : মাদককে নিরুৎসাহিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হলো এক অভিনব সাইকেল স্ট্যান্ট শো। পৌর যুবলীগের সভাপতি ও কলাপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাকি হোসেন জুকুর আয়োজনে রোববার শেষ বিকেলে কলাপাড়া পৌরশহরের নতুন বাজার এলাকায় এ শো অনুষ্ঠিত হয়েছে।

এ স্ট্যান্ট শো’তে অংশগ্রহণকারী ইমন, রিদম, মুবিন, নাফি, রাসেল, ফয়সাল, সাব্বির সবাই শিক্ষার্থী। এদের মধ্যে মুবিন ও সাব্বিরের বাড়ি বরিশাল বাকি ৫ জনের বাড়ি পটুয়াখালী।

কলাপাড়ার ইতিহাসে এই প্রথম মাদকের ভয়াবহতা রুখতে অনুষ্ঠিত সাইকেল স্ট্যান্ট শো দেখার জন্য পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার কৌতুহলী লোকজন ভিড় করে। শো টি এত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ছিল যে, উপস্থিত শিক্ষার্থী ও দর্শকরা বেশ উচ্ছসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

এরকম একটি ভাল উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে জাকি হোসেন জুকু বলেন, ’মাদককে নিরুৎসাহিত করতে এ আয়োজন। খেলাধূলা সবসময়ই আমার প্রিয়, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের খেলাধূলায় মনোনিবেশ করাতে পারলেই কেবল কলাপাড়াকে পুরোপুরি মাদক মুক্ত করা সম্ভব বলে আমি মনে করি।.
সুুধী মহলে তার এ ব্যতিক্রমী উদ্যোগ বেশ প্রশংসা পেয়েছে।