কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউনের গত পাঁচ দিনে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মত। কোন সন্তোষজনক কারণ ছাড়া ঘরের বাইরে বের হলেই করা হচ্ছে জরিমানা। করোনা মহামারী প্রতিরোধ করে সারাদেশের ন্যায় কলাপাড়া উপজেলার আপাময় জনসাধারণের জীবন বাঁচাতে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ শহীদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল ও কলাপাড়া থানার ওসি সহ সবাই একযোগে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রতিদিন মাঠে থাকছেন। স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহলসহ পুলিশ সদস্যরা সার্বক্ষনিকভাবে উপস্থিত থাকছেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এর মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমান আদালত সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে লকডাউনের ১ম দিনে ১৭ জনকে ১৭ হাজার ৭৩০ টাকা জরিমানা, ২য় দিনে ১৩ জনকে ৭ হাজার ৯০০ টাকা, ৩য় দিনে ২৫ জনকে ২৩ হাজার ৩০০ টাকা, ৪র্থ দিনে ১৮ জনকে ৩৪ হাজার ৮০০ টাকা, ৫ম দিনে ১৯ জনকে ১৬ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।


উল্লেখ্য গত চার দিন কলাপাড়ায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০০%। যদিও স্বল্প সংখ্যক মানুষ করোনা টেস্ট করাচ্ছেন। তবে প্রায় ঘরে ঘরে জ¦র ঠান্ডা কাশির উপসর্গ নিয়ে রোগীরা নিজস্ব পদ্ধতিতে চিকিৎসা নিচ্ছেন বলে সরেজমিনে দেখা গেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ শহীদুল হক বলেন, সরকারি নির্দেশনা কার্যকর করতে সহকারী কমিশনার (ভূমি) ও কলাপাড়া থানার ওসি সহ সবাই একযোগে মাঠে নেমেছি এবং সেনাবাহিনী ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। নির্দেশনা অমান্য করার অপরাধে পথচারী ও দোকানিকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। দোকাটপাট বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি মাছ বাজার ও সবজি বাজারকে উন্মুক্ত স্থানে বসার ব্যবস্থা করা হচ্ছে।