দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : সারা দেশে ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার সকাল ১০টায় এক যোগে ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২১ হাজার পাঁচ শ’ গাছের চারা রোপন করা হয়েছে। খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় অঙ্গনে একটি চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসানসহ আ’লীগের নতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।