অনলাইন ডেস্ক :
আইপিএলের এগারোতম আসরে দারুণ ছন্দে আছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ম্যাচে দীনেশ কার্তিকের দল ধোনির শক্তিশালী চেন্নাইকে ৬ উইকেট হারিয়েছে। এরই মধ্যে কেকেআরের নতুন অধিনায়ক কার্তিককে নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। সে ব্যাপারে কথা বললেন সুনীল নারাইনও।
অধিনায়ক হিসেবে সমালোচিত-প্রশংসিত দু’য়েরই সাক্ষী থাকছেন নিদাহাস ট্রফির ফাইনালের নায়ক। কিন্তু কেমন নেতা কার্তিক? সুনীল নারাইন জানালেন, ‘‘দীনেশের নেতৃত্বে খেলাটা ভাল অভিজ্ঞতা। প্রত্যেক অধিনায়কেরই নিজস্ব স্টাইল রয়েছে। এটা আসলে অধিনায়কের স্ট্র্যাটেজির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং সে কি চাইছে, তা বুঝে পারফর্ম করা।’’
এদিকে, শেষ দুই আইপিএলে সংস্করণে ব্যাটসম্যান হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন নারাইন। চলতি আসরেও নাইটদের প্রথম ম্যাচেই ১৭ বলে অর্ধশতরান করেছেন তিনি। নিজের ব্যাটের সাফল্যের কথা বলতে গিয়ে নারাইন বলেন, ‘‘ভাল ব্যাটিংয়ের কোনো রহস্য নেই। দীর্ঘদিন ধরে ভাল ব্যাট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাঠে এই পরিশ্রমই ফুটে উঠছে। ভবিষ্যতে আরও পরিশ্রম করে ওপেনার অথবা ব্যাটিং অর্ডারের নিচে ব্যাট হাতে অবদান রাখতে চাই।’’