অনলাইন ডেস্ক : টানা প্রায় ১৭ দিন গুহায় আটকে থাকলেও কিশোরসহ তাদের কোচের স্বাস্থ্যের গুরুতর কোন সমস্যা হয়নি বলে আজ জানায় থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ১২ কিশোর ও তাদের কোচের গড়ে ২ কেজি করে ওজন কমেছে।
টানা ৩ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে গতকাল উদ্ধারকাজ সম্পন্ন করেন উদ্ধারকর্মীরা।উদ্ধার শেষে তাদের প্রত্যেককে হেলিকপ্টারে করে ৭০ কিলোমিটার দূরে এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, তাদের সবার শারীরিক অবস্থা এখন অনেক ভাল। আটকে পড়া কিশোরেরা চিকন হয়ে গেলেও তাদের গুরুতর কোন সমস্যা পাওয়া যায়নি। যা অবিশ্বাস্য।