জাহিদ হাসান, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদন্ড ও অপর দুই আসামীর পাঁচ বছরের কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন- দৌলতপুর উপজেলার আল্লারদর্গা চামনাই গ্রামের মৃত শুকচাঁদ মন্ডলের ছেলে জিয়াউর রহমান জিয়া।
মামলার অপর দুই আসামিরা হলেন- একই এলাকার মৃত যাদু মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক ও একই উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মৃত সিফাত মন্ডলের ছেলে সাজ্জাত মন্ডল।
আজ রবিবার (২৩ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণ করেন।
কুষ্টিয়া জজ কোর্টের সকরারী কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, দৌলতপুর থানায় দায়েরকৃত মাদক মামলায় ৩জনের বিরুদ্ধে অভিযোগ গঠনপূর্বক তদন্ত ও স্বাক্ষ্য শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হওয়ায় একজনের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড ও বাকি দুই আসামিকে ৫ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
রায়ের পর আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.