দিবকর সরকার, কলাপাড়া প্রতিনিধি :
সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো ও তার বন্ধু টোটন। বুধবার রাত সাড়ে ১১ টায় দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের পাখীমারা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় তার সাথে ছিল তার বন্ধু টোটন ও রতন এদের মধ্যে টোটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সুত্রে জানাগেছে, কেন্ত্রিয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো দলীয় কাজে মোটর সাইকেল যোগে কুয়াকাটা থেকে কলাপাড়া আসার পথে পাখীমারা বাজারের কাছে ভাঙ্গা রাস্তায় গাড়ীটি উল্টে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ও কলাপাড়ার নেতা-কর্মীরা গিয়ে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তাদের কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। তবে টিটোর সাথে থাকা টোটনের অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।