দিনাজপুর জেলার বিরল উপজেলায় কয়েকটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : আমাদের সময়

যুব সমাজকে ধ্বংস করতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো দেশে জীবননাশী ইয়াবার আমদানি করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।দিনাজপুর জেলার বিরল উপজেলায় কয়েকটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে আজ মঙ্গলবার বিকেলে এ কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী।

মাদকের বিস্তারকে দেশের জন্য ভয়াবহ সমস্যা আখ্যা দিয়ে, এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যুদ্ধ ঘোষণায় সমর্থন আছে কিনা- জানতে চান খালিদ মাহমুদ চৌধুরী, এ সময় উপস্থিত কয়েক হাজার লোক দুই হাত তুলে মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সমর্থন জানান।খালিদ বলেন, ‘বিএনপি গোটা দেশে মাদকের সাম্রাজ্য গড়ে তুলে, দেশের যুব ও তরুণ সমাজকে অন্ধকারে ও বিপথে ঠেলে দিয়ে হাজার হাজার কোটি কাল টাকার পাহাড় গড়েছিল। খালেদা জিয়ার ছোট ছেলে ছিল এ মাদকের গডফাদার। বিদেশে সে মাদকাসক্ত অবস্থায় মারা গেছে।’আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বিএনপি দেশের জনগণকে বিদ্যুতের অভাব আর মাদকের ছোবল দিয়ে অন্ধকারে রেখেছিল। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তির ছোয়ায় দেশের জনগণকে আলোকিত করেছেন।’খালিদ আরও বলেন, ‘আজকে দেশের জনগণ যোগাযোগ প্রযুক্তির সুবিধার কারণে বিশ্বের যেকোন জায়গায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। নতুন প্রজন্ম নিজেকে গড়ে তুলতে পেরেছে বিশ্ব মডেলে।’তরুণ সমাজকে রক্ষায় এবার প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে অলআউট অ্যাকশনে নেমেছেন মন্তব্য করে আ. লীগ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘জাতির বৃহত্তর স্বার্থে দলমত নির্বিশেষে মাদক সম্রাটদের বিরুদ্ধে এ অ্যাকশন চলবে। সারা দেশের মানুষ এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে; কিন্তু বিএনপি নানা ছল-ছুতোয় এ অভিযানের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে।’বিএনপি এ জাতিকে অন্ধকারে রাখতে চায় মন্তব্য করে খালিদ মাহমুদ আরও বলেন, ‘তারা এ দেশের সম্ভাবনাকে ধ্বংস করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে আলোর পথে নিয়ে আসতে চান। নতুন প্রজন্মকে বিশ্ব মাপের করে গড়ে তুলতে চান। প্রজন্ম রক্ষায় শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে। বিএনপি ক্ষমতায় আসতে পারলে দেশের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।’জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, অধ্যাপিকা সুফিয়া নাহার মঞ্জু, উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র রায়।