অনলাইন ডেস্ক :
বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি অবশেষে কাউন্টি খেলার জন্য সরকারিভাবে সারের হয়ে সই করলেন। পুরো জুন মাস সারের হয়েই খেলবেন তিনি।
চেতেশ্বর পুজারা, ইশান্ত শর্মা এবং বরুণ অ্যারনের পরে টেস্ট দলে খেলা চতুর্থ ভারতীয় হিসেবে এ মৌসুমে কাউন্টি খেলতে চলেছেন তিনি।
সই করার পর সারের ওয়েবসাইটে কোহলি বলেছেন, ‘অনেকদিন ধরেই আমার ইচ্ছে ছিল কাউন্টি ক্রিকেট খেলার। ২০১৮ মৌসুমে আমাকে সেই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ অ্যালেক স্টুয়ার্ট এবং সারেকে। কিয়া ওভালে খেলার জন্য মুখয়ে আছি।’
সারের ক্রিকেট ডিরেক্টর স্টুয়ার্ট বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তের সবথেকে বড় নামকে আমরা সই করালাম। কোহলির পাশে খেলা এবং অনুশীলন করার ফলে আমাদের প্লেয়াররা অনেক কিছু শিখতে পারবে।’