বলিউড তারকা ক্যাটরিনার সঙ্গে অক্ষয় কুমারকে শেষ দেখা গেছিল ২০১০ সালে ‘টিস মার খান’ ছবিতে। ১০ বছর পর আবারও এ জুটিকে একসঙ্গে দেখা যাবে রোহিত শেঠী পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিতে।
সম্প্রতি নতুন এ ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে মুক্ত কন্ঠে ক্যাটরিনার প্রশংসা করলেন অক্ষয়। তিনি জানালেন, ক্যাটরিনার কাজে তিনি এতটাই মুগ্ধ হয়েছেন যে রীতিমতো ক্যাটরিনার ভক্ত বনে গেছেন।
অক্ষয় বলেন, ‘ছবিতে একটি দৃশ্যে ক্যাটরিনা এতটাই সুন্দর অভিনয় করেছে যে তার অভিনয় প্রতিভা দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।’ অক্ষয় জানান, এর আগে তিনি ক্যাটরিনার সৌন্দর্যের ভক্ত ছিলেন। কিন্তু সূর্যবংশী ছবির পর ক্যাটরিনার অভিনয়েরও ভক্ত হয়ে গেছেন।
অক্ষয় বলেন, ‘ক্যাটরিনা যখন সিনেমায় কাজ শুরু করে তখন সে এক বর্ণও হিন্দি বলতে পারতো না। কিন্তু এখন এ শিল্পের সেরা তারকাদের সঙ্গে একের পর এক কাজ করে যাচ্ছে।’
ট্রেলার মুক্তি অনুষ্ঠানে ক্যাটরিনা এবং অক্ষয়ের পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালক রোহিত শেট্টি এবং সহ প্রযোজক করণ জোহরও।