যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন লস অ্যাঞ্জেলেস ও অন্যজন অলেঞ্জ কাউন্টিতে। দু’জনকে পৃথক দুটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অরেঞ্জ কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিকোল কুইক। তিনি বলেছেন, দুজনের চিকিৎসা চলছে। 

অরেঞ্জ কাউন্টিতে সনাক্ত রোগীর বয়স ৫০ বছর জানানো হলেও লস অ্যাঞ্জেলেসের রোগীর বয়স জানানো হয়নি।

রোগী ও হাসপাতালের নাম পরিচয় প্রকাশের ক্ষেত্রে বিশেষ গোপনীয়তা রক্ষা করছেন কর্তৃপক্ষ। 

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং ক্যালিফোর্নিয়া জনস্বাস্থ্য বিভাগ (ইউএস সেন্ট্রারস ফর ডিজিসেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন এবং ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ) কর্তৃপক্ষ গত রোববার এক বিবৃতিতে জানিয়েছে, সনাক্ত রোগীদের গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

তারা আরও জানিয়েছেন, সনাক্ত রোগীরা প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাণকেন্দ্র চীনের মধ্যাঞ্চলের উহান শহরে ভ্রমণ করেছিলেন।

কর্তৃপক্ষ জানান, গত কয়েকদিনে দুই ডজনেরও বেশি সন্দেহভাজনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এদের কারো দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও জানানো হয়, আক্রান্ত রোগীদের মাধ্যমে রোগটি বিস্তারের সুযোগ কম। এই মুহূর্তে জনগণের জন্য তাৎক্ষণিক হুমকি কিম্বা বিশেষ জরুরি সতর্কতা নেই। 

লস অ্যাঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্যের পরিচালক বারবারা ফেরার বলেছেন, নিয়মিত হাত সাবান দিয়ে ধোয়া, অসুস্থ অবস্থায় ঘরের বাইরে না যাওয়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া করোনাভাইরাস সংক্রামক ব্যাধি রোধে সহায়ক।

সিডিসি (ইউএস সেন্ট্রারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন) আটলান্টা, শিকাগো, নিউ ইয়র্ক সিটি, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেসের পাঁচটি প্রধান বিমানবন্দরে উহান থেকে সরাসরি এবং সংযোগকারী ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে।

সিডিসির তথ্যমতে, গত ২৯ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যের পাঁচটি শহরে একজন করে এ পর্যন্ত মোট পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে ওয়াশিংটনের এভারেট, ইলিনয়েসের শিকাগো, এরিজোনার ম্যারিকোপা কাউন্টি এবং ক্যালিফোর্নিয়ার লস আঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টি।