ক্রাইস্টচার্চের উদ্দেশে রওনা দেওয়ার ছবি পোস্ট করায় ট্রোল হলেন ভারতীয় ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। টেস্টের এক নম্বর দল কিউইদের কাছে কার্যত পর্যুদস্তু হয়েছে। ১০ উইকেটে হেরেছে প্রথম টেস্ট।  শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু দ্বিতীয় টেস্ট। ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চে রওনা দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ট্রোল হলেন দুই ভারতীয় ক্রিকেটার।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েলিংটনে প্রথম হারের মুখে দেখেছে কোহলির ভারত। ব্যাটে বলে ভারতকে কার্যত ধুয়ে দিয়েছে কিউইরা। তবু ভারত অধিনায়ক এই হারকে খুব একটা পাত্তা দিতে চাইছেন না। বরং তিনি হুঙ্কার দিচ্ছেন। ক্রাইস্টচার্চে টেস্ট জিতে সমতা ফেরাতে তৈরি কোহলির দল। এদিকে বুধবার ক্রাইস্টচার্চে রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই ইশান্ত শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল একটি করে ছবি পোস্ট করেছেন টুইটারে।

Straight outta Wellington #traveldiaries #TeamIndia #onthego #entourage pic.twitter.com/PZUI4q5Fj6

— Mayank Agarwal (@mayankcricket) February 25, 2020

The entourage en route Christchurch  @imVkohli @mayankcricket @RishabhPant17 pic.twitter.com/zhxhbjCJCj

— Ishant Sharma (@ImIshant) February 26, 2020

যে ছবিতে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে রয়েছেন ইশান্ত শর্মা,মায়াঙ্ক আগরওয়াল, ঋষভ পন্থ। এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই নেটিজেনরা একহাত নিয়েছেন। বেশিরভাগেরই বক্তব্য,”পোজ না দিয়ে খেলতে শুরু কর!”

Stop posing and start playing

— suresh raju (@sureshraju8899) February 26, 2020

Stop roaming, practise n play good cricket..u have not gone there for shopping

— Arunkumar B (@Arunkum15483182) February 26, 2020

আবার কেউ বলছেন, “এসব ঘোরাঘুরি বন্ধ করে ভালো করে অনুশীলন করে ভালো ক্রিকেট খেল। তোমরা ওখানে শপিং করতে যাও নি।”