অনলাইন ডেস্ক :
লর্ডসে ভারতকে হারিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। শনিবার ম্যাচ চলাকালে এমন একটি ঘটনা ঘটে, যাতে সবার নজর চলে যায় গ্যালারির দিকে।
ইংল্যান্ড তখন ব্যাটিং করছে। এরইমধ্যে ক্যামেরা ঘুরল দর্শকদের দিকে। লর্ডসের বড় টেলিভিশন পর্দায় তখন দেখা যায় এক ভারতীয় যুবককে। পাশে বসা এক তরুণীকে বিয়ের প্রস্তাব দেন ওই যুবক।
ওই ভারতীয় যুবক রোমান্টিকভাবে হাঁটু মুড়ে বসেন এবং পকেট থেকে আংটি বের করে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। তরুণী কিছুক্ষণ ভাবার পর রাজি হয়ে যান। সঙ্গে সঙ্গে দর্শকরা তাদের অভিনন্দন জানান। ওই সময় বোলিং করছিলেন যজুবেন্দ্র চাহল। তিনিও করতালি দিয়ে অভিনন্দন জানান।