অনলাইন ডেস্ক : ক্লিন সিটি,ক্লিন বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে ঢাকার তিনটি আন্ডারপাসসহ ৮২ টি ফুট ওভাব্রীজ পরিস্কার,পরিচ্ছন্ন এবং ব্যবহারে নগরবাসীক উদ্বুদ্ধ করন কার্যক্রম উদ্ভোধন করেন দুই সিটি করপোরেশনের মেয়র।
শাহবাগ ওভারব্রীজে এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এবং ফার্মগেট ওভারব্রীজের উদ্ভোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণি। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এ কর্মসুচী। অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ। নগরবাসীকে উদ্বুদ্ধ করতে উপস্তিত সবার মাঝে সচেতনতা মুলক লিফলেট বিতরন করেন দুই মেয়র ও স্কাউট সদস্যরা। এসময় আরোও উপস্তিত ছিলেন করপোরেশনের বিভাগীয় কর্মকর্তারা।
সাঈদ খোকন বলেন,নগরবাসীকে একটি সবুজ ঢাকা উপহার দেয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি খুৃব শিগরিরি এর ফল পাবে নগরবাসী। পরিচ্ছন্নতার জন্য মে মাস থেকে আমাদের বিশেষ কর্মসূচী চলবে। আমাদের লোকবল সংকটের কারনে সময় মত সেবা প্রদান করতে পারছিনা। দুর্ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, এত সুন্দর ওভারব্রীজ বানানোর পরেও তা কেউ ব্যবহার করতে চায়না। হয়ত পাঁচ মিনিট বেশি সময় লাগবে, কয়েক পা বেশি হাটতে হবে তাতে আপনার জীবনতো রক্ষা পাবে। আপনার সচেতনতাই পারে আপনাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে।
ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে সকল রাজনৈতিক দলসহ প্রত্যেক নাগরীকের দায়ীত্ব রয়েছে। প্রতিটি নাগরিক যদি সচেতন হয়, সবাই যদি দায়িত্ব সঠিক ভাবে পালন করে তাহলে ইতোমধ্যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হওয়া বাংলাদেশ অল্প সময়ে উন্নত রাষ্ট্রে পরিনত হবে।
উল্লেখ্য, ঢাকা দুই সিটিতে মোট ৮২ টি ফুট ওভারব্রিজ ও ৩ টি আন্ডারপাস রয়েছে। এর মধ্যে ডিএনসিসি এলাকাতে ৪৯ টি ওভারব্রিজ ও কাওরান বাজার এবং গাবতলিতে দুটি আন্ডারপাস রয়েছে। অণদিকে ডিএসসিসি এলাকায় ৩৩ টি ফুটওভার ব্রিজ ও গুলিস্থানে একটি আন্ডারপাস রয়েছে। সবুজায়নের জন্য ওভারব্রিজ গুলোতে গাছ লাগানো হয়েছে। নাগরীকদের সচেতনতা বৃদ্ধির জন্য ৩ দিনের এ কর্মসূচী চলবে আগামী ৫ এবং ১২ মে।