খুলনা জেলার কয়রায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল (২৮) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে গতকাল রবিবার বিকেলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন হাদিউজ্জামান রাসেল। রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ইয়াছিন আরাফাত (১৯) রাজু (২২), আব্দুল্লাহ (২৯), আবুল হাসান (২০), সেলিম (৩২)-সহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, এ ঘটনায় কোনও মামলা হয়নি। ঘটনার পর ঘটনাস্থল থেকে তুহিন হোসেন ও মিলনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ