পিজুষ হীরা, খুলনা প্রতিনিধি:
দশ হাজার টাকাসহ দুদকের হাতে গ্রেফতার হওয়ার পর এবার সাময়িক বরখাস্ত হলেন খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধান মো: মোস্তফা কামাল। গতকাল বুধবার বাংলাদেশ পাটকল কর্পোরেশন-বিজেএমসি’র মহাব্যবস্থাপক(প্রশা: ও সা: সেবা) ও সচিবের দায়িত্বে নিয়োজিত মো: নাসিমুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এটি উল্লেখ করা হয়।
দপ্তরাদেশে বলা হয়, যেহেতু খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধানের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ৫ নভেম্বর ১২ নম্বর মামলা দায়ের হয়েছে সেহেতু বিজেএমসি কর্মচারী চাকরী প্রবিধানমালা ১৯৯০ এর ৪৫(৪) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। গ্রেফতারের তারিখ অর্থাৎ ৫ নভেম্বর থেকে এ সাময়িক বরখাস্তাদেশ কার্যকর হবে বলেও ওই দপ্তরাদেশে বলা হয়।
উল্লেখ্য, ঘুষের ১০ হাজার টাকাসহ মঙ্গলবার দুপুরে খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধান মো: মোস্তফা কামাল দুদকের একটি টিমের হাতে গ্রেফতার হন। ওইদিন সন্ধ্যায়ই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।