দর্পণ ডেস্ক:
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি এমন একটা দল যে দল গণতন্ত্রের সাথে যায় না। কারণ তাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের ‘মা’ না। তিনি আসলে জঙ্গি ও রাজাকারতন্ত্রের আসল মা আর গণতন্ত্রের সৎমা।
শুক্রবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। বিএনপি আসলে দণ্ডিত, সাজাপ্রাপ্ত খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে হইচই করছে এবং মামলার আসামিদের রক্ষা করার অপপ্রয়াস চালাচ্ছে।
তিনি বলেন, গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচন বানচাল করা ও খুনিদের রক্ষা করা বিএনপির একমাত্র কাজ। সুতরাং খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে হবে— এই শর্ত যারা আরোপ করে তারা কার্যত নির্বাচন বানচাল করতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.