অনলাইন ডেস্ক : পটুয়াখালীর গলাচিপায় স্বেচ্ছাচারীতা, ক্ষমতার
প্রভাব খাটিয়ে প্রকাশ্যে শিক্ষককে মারধর, লাঞ্চিত করা সহ একাধিক অভিযোগ
এনে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল চৌধুরীর বিরুদ্ধে বিক্ষাভ
কর্মসুচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গলাচিপা উপজেলা শিক্ষক
সমিতির সভাপতি মুহম্ম্দ আব্দুল হালিমের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা,
শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট এলাকার শত শত মানুষ এতে অংশ নেয়।
এসময় বিক্ষোভে অংশ নেয়া শিক্ষক ও এলাকার সাধারন জনগন অভিযোগ করে বলেন,
গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দুলাল চৌধুরী ক্ষমতার প্রভাব
খাটিয়ে শিক্ষক, কর্মচারী এবং এলাকার সাধারন মানুষকে মারধর, নির্যাতন করা
সহ নানা অপকর্ম করে আসছে। অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সংশ্লিষ্ট এবং
স্থানীয় প্রশাসন আইনগত ব্যবস্থা না নিলে আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া
হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় উক্ত কর্মসুচীতে।
প্রসঙ্গত; অভিযুক্ত ব্যক্তি ম্যানেজিং কমিটির নির্বাচনের রেশ ধরে গত ১৩
জুলাই কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জমিদাতা ও অফিস সহকারি কমল কৃষ্ণ
মজুমদারসহ শিক্ষক এবং শিক্ষিকাকে মারধর করা সহ লাঞ্চিত করেন। কিন্তু
প্রশাসন কোন আইনগত ব্যবস্থা না নেয়ার কারনে বৃহস্পতিবার (১৯ জুলাই) এ
কর্মসূচী দিতে বাধ্য হয় তারা।